advertisement
advertisement
advertisement

শুকতে হবে মলের গন্ধ, মাসে বেতন দেড় লাখ টাকা

অনলাইন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৯ এএম | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১০ এএম
সংগৃহীত ছবি
advertisement

মাসে বেতন দেড় লাখ টাকা। কিন্তু কাজের বিষয়ে শুনেই নাকেমুখে হাত চেপে পালাচ্ছেন সবাই। এমনটা কেনো? কারণ, কাজ হলো মানুষের মল শুঁকে পেটের অবস্থা সম্পর্ক জানাতে হবে। বিশ্বে এই প্রথম এমন পদের জন্য কর্মী নিয়োগ হচ্ছে।

‘ফিল কমপ্লিট’ নামের লন্ডনের একটি পুষ্টিবিষয়ক গবেষণা সংস্থা এমন কাজের জন্য কর্মী খুঁজছে। ইংরেজিতে এই পেশার নাম ‘পুমমেলিয়ার’। এর বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। আপাতত পাঁচজন কর্মী দরকার তাদের। শুরুতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে স্থায়ী হবেন একজন।

advertisement

চিকিৎসকরা বলেন, যার পেট ভালো তার সব ভালো। অন্ত্রের স্বাস্থ্যের উপরেই মানুষের শারীরিক সুস্থতা নির্ভর করে।

বিশেষজ্ঞদের বক্তব্য, এটা বোঝার অন্যতম উপায় হল বিষ্ঠা। মলের রং, গন্ধ বলে দেয় মানুষটির হজমের সমস্যা আছে কি না। যেমন গন্ধযুক্ত মল অস্বাভাবিক না। কিন্তু গন্ধের তীব্রতা বলে দেয় শরীর কতটা ভালো বা মন্দ। এ ছাড়া মলের সঙ্গে রক্ত বেরোনোও পেটের মারাত্মক সমস্যার লক্ষণ হতে পারে। আর যেহেতু পেটের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে থাকে ‘ফিল কমপ্লিট’, সেই কারণেই তারা এমন একজন কর্মী খুঁজছে, যে মলের গন্ধ শুকে রোগীর স্বাস্থ্যের প্রাথমকি ধারণা দেবে।

advertisement

সংস্থার সিইও জানিয়েছেন, যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার বিষয়, ফলে এই কাজের জন্য দক্ষ কর্মী চাইছেন তারা।

সংস্থার তরফে জানানো হয়েছে, চাকরির আবেদন করতে চাইলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। প্রখর হতে হবে ঘ্রাণেন্দ্রিয়। কর্মীর বেতন হবে মাসে দেড় লাখ টাকা।