advertisement
advertisement
advertisement

হজযাত্রীদের নিবন্ধনের সময় আবারও বাড়ল

নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৮ পিএম | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫০ পিএম
হজযাত্রীদের নিবন্ধনের সময় আবারও বাড়াল সরকার। পুরোনো ছবি
advertisement

হজযাত্রীদের নিবন্ধনের সময় আবারও বাড়ল। আগামী ৭ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

advertisement

বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সবার উদ্দেশে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৮ লাখ ৪৬৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও জানানো হয়।

advertisement

এর আগে হজযাত্রীদের নিবন্ধনের আজ বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। গত ২২ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।