আমি সুইডেনে বহু বছর ধরে একটি জিনিস বেশ লক্ষ্য করছি সেটা হলো খবর প্রচার। বাংলাদেশে খবরের ধরণের সঙ্গে বেশ অমিল রয়েছে এখানকার খবর প্রচারে। বলতে হবে কিছুটা ভিন্ন ধরনের খবর যা পাঠকের মন কেড়ে নেয় মাঝেমধ্যে। যেমন একটি উদাহরণ দেই। সেদিন সকাল হতেই দেশের টেলিভিশন থেকে শুরু করে খবরের কাগজসহ সবার মুখে একটিই আলোচনার বিষয় নেলসনের জন্ম নিয়ে। স্টকহোমের অদূরে নরসোপিংয়ের কোলমর্ডেন চিড়িয়াখানায় একটি গণ্ডার বাচ্চা প্রসব করেছে, তার নামকরণ করা হয় নেলসন।
আরও পড়ুন: ভালোবাসো প্রতিদিন
আমি ছাড়া সবাই বিষয়টিকে বেশ বড় করে দেখেছে। কারণ আমি তখন ভাবছি দুনিয়ায় এত কিছু ঘটে চলছে তারমধ্যে কী এমন বিষয় হলো যে, একটি গণ্ডারের জন্ম নিয়ে এত আলোচনা। একজন সুইডিশ সাংবাদিক বন্ধুকে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম কী কারণ এর পেছনে। জানলাম এর আগে মা গণ্ডারটা পরপর দুইটি সন্তান হারায় যা ছিল খুবই দুঃখের। এবারের বাচ্চা নেলসনের জন্ম নতুন আশার আলো বয়ে নিয়ে এসেছে। এত বছর পর এমন একটি সুখের খবর, এটাই সবাইকে উৎফুল্ল করেছে।
কথাগুলোর মধ্যে বেশ যুক্তি খুঁজে পেলাম। যেমন ধরেন দেশে দুর্নীতি, অনীতি, ধর্ষণ, গুম, অবিচার এসব খবর শুনতে শুনতে তেমন প্রতিক্রিয়া হয় না কারও মধ্যে। কারণ মানুষ পরিবর্তনের কাঙ্গাল। একই জিনিসে সন্তুষ্ট নয়। যাইহোক নেলসনের কথা অনেকদিন শোনা হয়নি। এবার সামারে নরসোপিংয়ে গিয়ে দেখে আসব তাকে।
আরও পড়ুন: কে সেই সুন্দর?
ও ভালো কথা, এখানে পশুপক্ষীর নাম বড় বড় নামিদামি মানুষের নামে রাখা হয়। যেমন নেলসনের মাকে প্লেনে করে আফ্রিকা থেকে সুইডেনে আনা হয়েছে। সেদেশের সেরা নামকরা মানুষটি নেলসন ম্যান্ডেলা। তার নামের সঙ্গে মিল রেখে কোলমর্ডেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ গণ্ডারের বাচ্চার নাম নেলসন রেখেছে। অনেকে তার বাসার কুকুরের নাম আদর করে গুস্তাভ রাখে। গুস্তাভ সুইডেনের রাজার নাম।
আর পড়ুন: চিত্রা এবং নবগঙ্গা নদীকে মনে পড়েছে
অনেকে দেখা যায় ছোট্ট একটি শিশুকে আদর করে বলে ‘আমার ছোট শুকরের বাচ্চাটারে’ (মিন লিললা গ্রিস উংয়ে)। আমাদের দেশে আদর করে অনেকে নিজের শিশুকে বাঘের বাচ্চা বলে, তবে যদি কেও সেই বাচ্ছাটিকে শুকরের বাচ্চা বলে তবে তার খবর হয়ে যায়। বাঘের বচ্চা বলাতে দোষ নেই তবে শুকরের বাচ্চা বল্লে শুধু দোষ না প্রাণ যেতে পারে। সব কিছু জেনে, শুনে এবং দেখে এতটুকু বুঝেছি মহান আল্লাহ পাক রাব্বুল আল-আমিন এতকিছু সৃষ্টি করেছেন যার পেছনে কারণ রয়েছে। সব কারণ জানা হয়নি আজও, তবে খুব জানতে ইচ্ছে করে।
রহমান মৃধা: সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]