advertisement
advertisement
advertisement

মাথায় ৪ সেলাই নিয়ে দলীয় কর্মসূচিতে নাছির

নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ ২০২৩ ০৮:৪১ পিএম | আপডেট: ৫ মার্চ ২০২৩ ০৮:৪২ পিএম
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন
advertisement

চট্টগ্রামে নেতাকর্মীদের ভিড়ের চাপে গতকাল শনিবার একটি কাচের দরজা ভেঙে আহত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মাথায় চারটি সেলাই দিতে হয়। 

এর মধ্যে আজ রোববার দুপুর ১২টার দিকে পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচিতে অংশ নেন আ জ ম নাছির উদ্দীন। নগরীর ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।

advertisement

পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি। আহত হওয়ার পরও নাছিরের এমন কার্যক্রমকে প্রশংসার চোখে দেখছেন নেতাকর্মীরা। তারা বলছেন, আহত হওয়ার পর চাইলে তিনি বিশ্রামে থাকতে পারতেন। কিন্তু এরপরও পূর্বানির্ধারিত কর্মসূচি বাদ দেননি। এ থেকেই বোঝা যায় তিনি দলের প্রতি কতটা আন্তরিক।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ জানান, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ভাই  অসুস্থ হয়েও পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্ব এভাবেই সফলতার সঙ্গে বছরের পর বছর পালন করে যাচ্ছেন তিনি।

advertisement

গতকাল শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত মোছলেম উদ্দিন আহমদের স্মরণে সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে ওবায়দুল কাদেরসহ শীর্ষনেতারা বের হওয়ার সময় নেতাকর্মীদের ভিড়ের চাপে কনভেনশন সেন্টারের একটি কাচের দরজা ভেঙে পড়ে। এতে  আ জ ম নাছির উদ্দীন আহত হন।