advertisement
advertisement
advertisement

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৩ ১২:২৮ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১২:৫৫ এএম
ভাঙচুরের শিকার লেগুনা ও দোকান
advertisement

ঢাকার সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও লেগুনাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ)আনোয়ার হাবিব কাজল বলেন, ‘আমাদের দুই শিক্ষার্থীকে একটি লেগুনা চাপা দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা উত্তেজিত হলে পরিস্থিতি অস্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

advertisement

আজ রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন,  সাভারের খাগানের ড্যাফোডিল ইউনিভার্সিটির দুইজন শিক্ষার্থী মোটরসাইকেলে করে বি-বাংলা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বি-বাংলা মোড় এলাকায় একটি লেগুনা তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৫০-৬০ জন শিক্ষার্থী চারাবাগ মোড়ে অবস্থান নিলে লেগুনা শ্রমিক ও স্থানীয় লোকজনদের সঙ্গে তাদের বাক্‌বিতণ্ডা হয়।

ওসি বলেন, ‘পরে শিক্ষার্থীরা সংঘটিত হয়ে দুই পাশের বেশ কিছু দোকান ভাঙচুর করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

advertisement