advertisement
advertisement
advertisement

এফএসআইবিএল’র স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রেস রিলিজ
১৪ মার্চ ২০২৩ ০৯:০০ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২৩ ০৭:০৮ পিএম
এফএসআইবিএল’র স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
advertisement

লীড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার লীড ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার অনুষ্ঠিত কনফারেন্সে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরি করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মৌলভীবাজার-৩’র সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। এছাড়া মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসারসহ জেলার সকল ব্যাংকের সকল শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।