advertisement
advertisement
advertisement

রোহিঙ্গা সেচ্ছাসেবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩ ০৭:২০ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২৩ ০৭:২০ পিএম
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প
advertisement

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৮-এর পশ্চিমে এক রোহিঙ্গা সেচ্ছাসেবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রোহিঙ্গা যুবকের নাম আব্দুর রশিদ। তিনি ওই ক্যাম্পের আবুল বশরের ছেলে।

আজ বুধবার সকাল ৮টার দিকে রশিদকে শুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

advertisement

সৈয়দ হারুনুর রশিদ জানান, সকাল ৮টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

advertisement