advertisement
advertisement
advertisement

১৪ মাসে পুরো কোরআন মুখস্ত করল ২ ছাত্র

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩ ০৮:১০ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২৩ ০৮:১০ পিএম
মুহাম্মদ নিহাদ ও মো. আকিব বিন তাসলিম
advertisement

চট্টগ্রামের রাউজানে মাত্র ১৪ মাসে পবিত্র কোরআন মুখস্ত করেছেন মুহাম্মদ নিহাদ ও মো. আকিব বিন তাসলিম নামের দুই ছাত্র। তারা রাউজান পৌরসভার জলিল নগরের সৈয়দিয়া তৈয়বিয়া তাহেরীয়া তাহফিজুল কোরআন একাডেমির ছাত্র। হেফজ বিভাগে উত্তীর্ণ হওয়ায় তাদের ছবক প্রদান করা হয়।

আজ বুধবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে ফাতেহা ও দোয়া মহফিলের আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। একই সঙ্গে ইমাম আজম আবু হানিফা (রা)-এর সালানা ওরশ পালন করা হয়।

advertisement

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পোমরা নঈমাবাদ দরবার শরীফের মাওলানা মোহাম্মদ নঈম উদ্দিন নঈমী আল মাইজভান্ডারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপাড়া দরবার শরীফের সাজ্জাদানশীন এস এম আসাদ উল্লাহ আসাদ।

দক্ষিণ রাউজান পাহাড়তলীর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহফিজুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শাকিল হোসাইন আল কাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সৈয়দিয়া তৈয়বিয়া তাহেরীয়া তাহফিজুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর নঈমী।

advertisement

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. মালেক সিদ্দিকী, মো. দিদার, তসলিম উদ্দিন বাদশাসহ কোরআন একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।