advertisement
advertisement
advertisement

পাহাড়ি অঞ্চলে ৭ জনকে অপহরণ, চিরুনি অভিযানে পুলিশ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩ ০৮:২২ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৩ ০৯:০৬ পিএম
advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় পাহাড়ি অঞ্চলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যাওয়া সাতজনকে অপহরণ করা হয়েছে। তাদের উদ্ধারে স্থানীয়দের সঙ্গে নিয়ে বাহারছড়া পাহাড়ি এলাকায় চিরুনি অভিযানে নেমেছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার দুপুরে টেকনাফের জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে ওই সাতজনকে অপহরণ করা হয়। 

advertisement

অপহৃতরা হলেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের জাফর আলমের ছেলে জাফুরুল ইসলাম, বসিরউদ্দিনের ছেলে ফজল করিম, ইসহাকের ছেলে গিয়াস উদ্দিন (২৫), হায়দার আলীর ছেলে রশিদ আলম, নজির আহম্মদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম। অপহৃত গিয়াস উদ্দিন টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ রফিক বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, কাঠ সংগ্রহ করতে গিয়ে আমার এলাকার সাতজন অপহরণের শিকার হয়েছে। অপহরণের খবরটি শুনে আমি পুলিশকে জানিয়েছি।’

advertisement

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘খবরটি শোনার পরেই আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের সঙ্গে নিয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ও বাহারছড়া ফাঁড়ি পুলিশের দুটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভাব হয়নি। তবে রাতেই স্থানীয়দের সঙ্গে নিয়ে বড় পরিসরে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।’

এর আগে গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় একটি পাহাড়ি খালে মাছ ধরতে গিয়ে ৮ জন অপহরণের শিকার হয়। পরে মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। তার আগে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করা হয়েছিল।