advertisement
advertisement
advertisement

গোপনে শাকিব খান ও প্রযোজকের সমঝোতার চেষ্টা

বিনোদন প্রতিবেদক
১৬ মার্চ ২০২৩ ০৮:৫৫ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৩ ০৯:০৪ পিএম
শাকিব খান, প্রযোজক রহমত উল্লাহ ও খোরশেদ আলম খসরু গোপন বৈঠকে
advertisement

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গতকাল বুধবার প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে জমা দেন এই প্রযোজক। অভিযোগের একদিন না পেরুতেই গোপনে ঘটনার মিমাংসার জন্য বসেছেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।


আজ বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় দুজনের মধ্যে বিরোধ মিমাংসা করার চেষ্টা করেন পরিচালক খোরশেদ আলম খসরু। তবে ফলাফল শূন্য।

advertisement


বিষয়টি নিশ্চিত করে দৈনিক আমাদের সময় অনলাইনকে খসরু বলেন, ‘আসলে বিষয়টি নিজেরা বসে সমাধানের চেষ্টা করছি। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই মনে করি, এটা না বাড়িয়ে সমাধান করা জরুরি। কিন্তু আজ তেমন কিছু হয়নি। আগামীকাল বিষয়টি নিয়ে আমরা আবার বসবো। আশা করি, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে।’

আরও পড়ুন: শাকিবের ‘নারী কেলেঙ্কারি’, যা বললেন নিপুণ

এর আগে, গতকাল বুধবার বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার জন্য লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।

advertisement

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান। সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন।