advertisement
advertisement
advertisement

মেসিকে নিয়ে ভুয়া খবরে রেগে গেলেন তার বাবা

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ১২:২৮ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১২:৩২ পিএম
লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। ছবি: সংগ্রহ
advertisement

মেসিকে নিয়ে আবারও গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও এ তারকাকে নিয়ে গুজব নতুন কোনো ঘটনা নয়। তবে বরাবরই এসব গুজবের প্রতিবাদ করেন তার বাবা হোর্হে মেসি।

গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও মেসিকে নিয়ে বেশকিছু খবর প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। যার একটিও নাকি সত্য নয়! মেসিকে ঘিরে তৈরি হওয়া এসব গুজব নিয়ে এবার মুখ খুলেছেন তার বাবা হোর্হে। সম্প্রতি প্রকাশিত ওই খবরগুলোকে গুজব বলে মন্তব্য করেছেন তিনি।

advertisement

কাগজে কলমে মাত্র সাড়ে তিন মাসের মতো পিএসজিতে আছেন লিওনেল মেসি। আগামী জুনে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু চুক্তি নবায়নের কোনও ইঙ্গিত এখন পর্যন্ত আসেনি। আর এ কারণে তাকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে শুরু করেছে। গণমাধ্যমে তিনটি খবর প্রকাশিত হয়েছে এ তারকা ফুটবলারকে নিয়ে। যাকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি।

ক’দিন আগে রিপোর্ট বের হয়, কোচ ক্রিস্টোফার গালটিয়েরের সঙ্গে তর্কাতর্কি করে অনুশীলন শেষ না করেই মাঠ ছাড়েন মেসি। এছাড়া পিএসজিও নাকি তার শর্ত মেনে চুক্তি করতে রাজি হচ্ছে না। অপর খবরটি হচ্ছে- ৩৫ বছর বয়সী এ ফরোয়ার্ড সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে ৬০ মিলিয়ন ইউরো বেতন চেয়েছেন।

advertisement

শুধু এসবই নয়, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয় বলেও জানিয়েছে অনেকে সংবাদমাধ্যম। কিন্তু এতসব খবরের ভিড়ে কোনটা যে সত্যি তা বের করা বেশ কঠিন ব্যাপারই বটে।

ছেলেকে নিয়ে এসব খবরে রেগে আগুন হোর্হে মেসি। ইনস্টাগ্রামে এক পোস্টে এই খবরগুলো প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ভুয়া খবর, এসব বিশ্বাস করবেন না। আমরা আর মিথ্যা মেনে নেবো না।’

লিওনেল মেসি ও তার বাবা হোর্হে মেসি

এই রিপোর্টগুলোর প্রেক্ষিতে মেসি সিনিয়র আরও স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আর কতদিন তারা মিথ্যা বলতে থাকবে? আহ, এগুলো সবই ভুয়া... ঠিক আছে!!! ফলোয়ার বাড়ানোর জন্য এসব করা, আর সহ্য করছি না আমরা।’

শেষ পর্যন্ত মেসি পিএসজিতেই থাকবেন নাকি অন্য কোথাও যাচ্ছেন, সেটা নিয়ে এখনও ধোঁয়াশা। সম্প্রতি আল হিলাল তাকে রোনালদোর সমান বেতন দিয়ে নিতে চেয়েছে। তবে তার শৈশবের ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজে ফেরার কোনও সম্ভাবনা নেই জানিয়েছেন সাংবাদিক গুইলেম বালাগুয়ে। তিনি বলেন, আর্জেন্টাইন তারকা অভিজাত ফুটবল ক্লাবেই খেলে যেতে চান।

তবে গালতিয়ের যতই বলুক, প্রকাশিত গুজবের ডালপালা খুব সহজে থামছে না। সম্প্রতি হোর্হেকে নিয়েও গুজব শোনা গেছে। বিশেষ করে হোর্হের সৌদি আরবে যাওয়ার সঙ্গে মেসির সৌদি ক্লাবের সংযোগ খুঁজছেন অনেকে। সামনে হয়তো এমন গুঞ্জন আরও শোনা যাবে। অন্তত মেসির ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো সংবাদ না আসা পর্যন্ত তা চলবে।