advertisement
advertisement
advertisement

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ০১:৫৩ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০২:২৬ পিএম
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। ছবি: সংগ্রহ
advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ শনিবার (১৮ মার্চ) শুরু হয়েছে।

advertisement

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। নিজেদের সেরা ক্রিকেট খেলা এবং জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।

১৫ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। এই কন্ডিশনে অনভ্যস্ত আইরিশদের বিপক্ষে স্পোর্টিং উইকেটে নিজেদের সামর্থ্য পরখ করে নিতে চাইছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আর নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছে আইরিশরা।

advertisement

আরও পড়ুন: সবার চোখ সাকিবের দিকে

আইরিশদের বিপক্ষে পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে। দু’দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৭টি। আয়ারল্যান্ড জিতেছে ২টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত। আরও একটি বিষয় হলো, গত এক যুগ ধরে ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারেনি আইরিশরা।

এদিকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগার শিবিরে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডহেনি, হ্যারি টেক্টর, মার্ক অ্যাডাইর, লোরকান টাকার, গ্যারেথ ডেলেনি, জর্জ ডকরেল, গ্রাহাম হাম, কার্টিস ক্যাম্ফেল, অ্যান্ড্রু ম্যাকব্রিন।