advertisement
advertisement
advertisement

যে কারণে মাহির রিমান্ড চাইল না পুলিশ

গাজীপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩ ০২:১৩ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০৩:৩৯ পিএম
মাহিকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: আমাদের সময়
advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহির রিমান্ডের আবেদন করেনি পুলিশ। অন্তঃসত্ত্বা থাকায় তার রিমান্ড চাওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার মাহিকে গ্রেপ্তারের পর মুঠোফোনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য জানান।

advertisement

আরও পড়ুন: মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ

তিনি বলেন, ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়। যেহেতু সে (মাহি) অন্তঃসত্ত্বা, তাই তার রিমান্ড চাওয়া হয়নি। মাহির স্বামী রকিব সরকার এখনো পলাতক।

advertisement

আরও পড়ুন: চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

এদিকে দুপুরের দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: কেন দেশে ফেরেননি মাহির স্বামী রকিব?