advertisement
advertisement
advertisement

আমাকে মঙ্গলবার গ্রেপ্তার করা হবে : ট্রাম্প

আমাদের সময় ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৯:২০ এএম
advertisement

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, তিনি ধারণা করছেন আগামী সপ্তাহে তাকে গ্রেপ্তার করা হতে পারে। আর এই কাজটি করতে পারে ম্যানহাটন জেলার অ্যাটর্নি কার্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন। যদিও ম্যানহাটনের অ্যাটর্নি কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। খবর বিবিসি, সিএনএন

নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম সোশ্যাল ট্রুথে একটি ব্লগে নিজের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সম্ভাব্য শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থীকে আগামী মঙ্গলবার গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তিনি গ্রেপ্তার এড়াতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিবাদ শুরু করুন, আমাদের দেশকে ছিনিয়ে নিন।’

advertisement

ট্রাম্প বলেছেন, জেলার অ্যাটর্নি দপ্তর থেকে ফাঁস হওয়া ‘অবৈধ নথিতে’ তাকে গ্রেপ্তারের ইঙ্গিত পেয়েছেন। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা কেন গ্রেপ্তার করা হতে পারে সে বিষয়ে পরিষ্কার করেননি ট্রাম্প। তবে ম্যানহাটন জেলার অ্যাটর্নি দপ্তরকে ‘দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিক’ বলে আখ্যা দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

খবরে বলা হয়েছে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারকালে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প। ড্যানিয়েলের মুখ বন্ধ রাখতে এই অর্থ দেওয়া হয়েছিল। ওই পর্নো তারকার দাবি- ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও ট্রাম্প সব সময় তা অস্বীকার করে আসছেন। চলতি বছর শুরুর দিকে ম্যানহাটন জেলা অ্যাটর্নি দপ্তর ওই মামলার কার্যক্রম শুরু করে। এমনকি সম্প্রতি ওই মামলায় ট্রাম্পকে সাক্ষ্য দেওয়ার জন্য আমন্ত্রণও জানানো হয়েছে। তবে এই মামলাতেই ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে কিনা এ বিষয়ে কোনো পক্ষই পরিষ্কার করে কিছু জানায়নি।

advertisement

উল্লেখ্য, মার্কিন ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি পদ থেকে সরে গেলেও বিতর্ক তার পিছু ছাড়ছে না। এর মধ্যেই তিনি আগামী বছর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।