নাইজেরিয়ার ক্ষমতাসীন দল অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) গত মে মাসে উত্তর-পূর্ব রাজ্য আদমাওয়ায় গভর্নর পদে নির্বাচনের জন্য আইশাতু দাহিরুর নাম ঘোষণা করে। সেই ঘোষণার মধ্য দিয়ে তিনি আজ দেশটিতে ইতিহাস গড়ে চলেছেন। ৫১ বছর বয়সী এই নারী রাজনীতিক প্রথম নির্বাচিত নারী গভর্নর হতে যাচ্ছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা। খবর আল জাজিরা।
রবিবার স্থানীয় সময় বিকালে দাহিরুকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তিনি ১৩ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয়ী হতে চলেছেন। শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বর্তমান গভর্নর আহমাদু ফিনতিরিও রয়েছেন। প্রসঙ্গত, বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতা আহমাদু পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন। নাইজেরিয়ায় এর আগে নারী গভর্নর ছিলেন কিন্তু তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন না। ২০০৬ সালে আনাব্রা প্রদেশে ভার্জিনিয়া ইতিবা গভর্নরের দায়িত্ব পালন করেন। সেই সময় পিটার ওবি অভিশংসনের কারণে ইতিবা গভর্নর পদে দায়িত্ব পালন করেন। খবরে বলা হয়েছে, দাহিরুর জয় দেশটির নারী প্রতিনিধিদের জন্য বড় সুযোগ এনে দিয়েছে। কেননা নাইজেরিয়ায় নারী নেতৃত্ব দিন দিন কমে যাচ্ছিল। ২০১১ সালের পর থেকে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদে নারী সদস্যের সংখ্যা কমতে শুরু করে। মার্চ মাসে নির্বাচনে ৪২৩ আসনের মধ্যে নারী প্রতিনিধি ২১ জন থেকে কমে ১৫ জনে নেমে এসেছে।
গত বছর নাইজেরিয়ার পার্লামেন্ট লিঙ্গবিষয়ক পাঁচটি বিল প্রত্যাখ্যান করেছেÑ যেখানে নারীদের সমঅধিকার, রাজনীতিতে প্রবেশ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ইস্যু ছিল।