বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দৃষ্টিনন্দন পাকা ঘর পাচ্ছে আরও ১০৯ ভূমি ও গৃহহীন পরিবার। আগামী বুধবার উপকারভোগী পরিবারের কাছে গৃহগুলো হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসন ইতোমধ্যে এসব ঘরের জমির দলিল ও গৃহ হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন করেছে। বড়লেখা উপজেলায় সর্বশেষ হালনাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪৩৫। ওই তালিকা হতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ২৪৬টি গৃহহীন পরিবারকে পাকা ঘর ও ভূমির কাগজ হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২৪টি ও চতুর্থ পর্যায়ে নির্মিত ৮৫টিসহ মোট ১০৯টি পাকা ঘর উপকারভোগী পরিবারকে হস্তান্তর করা হবে। এর মধ্যে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ৪১টি, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে ২৪টি, সুজানগর ইউনিয়নে ২১টি, দাসেরবাজার ইউনিয়নে ২০টি ও উত্তর শাহবাজপুর ইউনিয়নে ৩টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।