একটি ঘর শুধু ঘর নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আস্থা, স্বপ্ন ও একজন মানুষের বেঁচে থাকার প্রেরণা, দেশের গৃহহীন মানুষের হৃদয়ের এ অব্যক্ত প্রত্যাশাগুলো বহু আগেই ভাবনাতে এনেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ মহতী কাজের উপলক্ষ হিসেবে বেছে নেন জাতির পিতার জন্ম শতবর্ষকে। তিনি বলেছিলেন, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। শুরু হয় গৃহহীন মানুষের জন্য সরকারি খরচে জমি ও বাড়ি উপহার দেওয়ার মহতী উদ্যোগ।
আগামী ২২ মার্চ সারাদেশের সঙ্গে একযোগে প্রধানমন্ত্রী শ্রীপুরের নয়াপাড়া গ্রামের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের উদ্ভোধন করবেন। এর সঙ্গে সঙ্গেই দেশের প্রথম জেলা হিসেবে গাজীপুর গৃহহীনমুক্ত জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও জেলা এবং উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতেই এমন সাফল্য এসেছে বলে অভিমত সবার। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে প্রশংসার ফুলঝুরিও সাধারণ মানুষের মধ্যে।