আখাউড়া-লাকসাম রেলপথের সীমান্তবর্তী কসবা রেলওয়ে স্টেশন এলাকা এবং সালদা নদী রেলসেতু নির্মাণকাজ বারবার বন্ধ হলেও আশা করছি আর বন্ধ হবে না। নির্মাণকাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে। গতকাল শনিবার কসবা রেলওয়ে স্টেশন এলাকা নির্মাণকাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের ভেতর কাজ হচ্ছে, এমন অজুহাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে গত ১২ মার্চ নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ার সাত দিনের মাথায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন কসবা রেলস্টেশন এলাকা পরিদর্শন করলেন।
মাসুদ বিন মোমেন আরও জানান, সাম্প্রতিক সমস্যাগুলো সমাধান করে রেলওয়ে স্টেশন ও সালদা রেলসেতুর নির্মাণকাজ শুরু করা হয়েছে। গত সাত দিন যাবৎ পুরোদমে কাজ চলছে। নির্মাণকাজ শেষ হলে বাংলাদেশের জন্য যেমন লাভ হবে, তেমনি ভারতেরও। পাশাপাশি বন্ধুরাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে আমাদের যে যোগাযোগ ও সুযোগ-সুবিধা রয়েছে তা আরও গুরুপূর্ণ ভূমিকা পালন করবে।
দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা কসবা সীমান্ত হাট চালুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বর্ডার হাটগুলো হলো ভারত-বাংলাদেশ সীমান্তের সাধারণ মানুষের সম্প্রীতির মেলবন্ধন। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা করে কসবাসহ সব কটি সীমান্ত হাট শিগগিরই খুলে দেওয়া হবে।