advertisement
advertisement
advertisement

পানির পাম্পের তারে প্রাণ হারাল প্রতিবন্ধী ভাইবোন

১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম
আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৬ পিএম
advertisement

শাহরাস্তিতে পানির পাম্পের তারে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছে প্রতিবন্ধী ভাইবোন। গতকাল দুপুরে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ফাহিম (৭) ও ফাহিমা আক্তার (১৬) ওই বাড়ির মৃত শাহজাহান ভূঁইয়ার ছেলে। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্থানীয়রা জানায়, ওই বাড়ির মৃত মো. শাহজাহান ভূঁইয়ার ছেলে আবদুর রহমান ফাহিম ঘরের অদূরে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। বড় বোন ফাহিমা আক্তার তাকে বাঁচতে এগিয়ে এলে সেও ওই তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে কর্মরত ডা. নুসরাত জাহান তাদের মৃত ঘোষণা করেন। ষ চাঁদপুর প্রতিনিধি