সিলেটে চলমান আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দিকে বিশেষ দৃষ্টি ছিল সবার। কেননা দুবাইয়ে একটি জুয়েলারি শোরুমের উদ্বোধন করে ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার দুবাই ছুটে যাওয়াকে কেন্দ্র করে যে নতুন বিতর্কের জন্ম হয়েছে, তা পেছনে ফেলে ২২ গজের মধ্যে পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়েছেন সাকিব। অল্পের জন্য ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তার। তবে ৯৩ রানের যে ঝলমলে ইনিংস খেলেছেন, এতে অনেক রেকর্ডের অংশ হয়ে গেলেন বাংলাদেশের এই ‘পোস্টার বয়’। বল হাতেও উইকেট পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কেড়েছেন সাকিব।
সাকিবকে ঘিরে যতই আলোচনা কিংবা সমালোচনা হোক না কেন, তা তার পারফরম্যান্সে ওপর কোনো প্রভাব পড়ে না। সেই দৃষ্টান্ত আবারও দেখালেন তিনি। এমন অনেক অতীত উদাহরণ রয়েছে বাংলাদেশের সবচেয়ে সফল এই ক্রিকেটারের। ফিক্সিংয়ের তথ্য গোপন করায় ২০১৯ সালে আইসিসি কর্তৃক এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও মাঠের পারফরম্যান্সে প্রভাব পড়েনি তার। আন্তর্জাতিক ক্রিকেটে রাজসিক প্রত্যাবর্তন হয় এই অভিজ্ঞ অলরাউন্ডারের। শুধু তাই নয়, ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক বিতর্কিত ঘটনা জম্ম দেওয়ার পর চিরচেনা রূপেই ফিরেছেন সাকিব। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে ঢাকায় হোটেলে গিয়ে সাকিবের দেখা পাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গুঞ্জন ওঠে, ওই সময় একটি অনুষ্ঠানে চলে যান সাকিব। এ নিয়ে তুমুল আলোচনার ঝড় ওঠে। এ ছাড়া চট্টগ্রামে দেরিতে অনুশীলনে সাকিবের হাজির হওয়ার ব্যাপারটিও নজরে আসে অনেকের। তবে এসব বিতর্ক পেছনে ফেলে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের নায়ক হন সাকিবই। ব্যাটিং ও বোলিংÑ দুই বিভাগেই বীরত্ব দেখান। সর্বশেষ দুবাইয়ে গিয়ে বিতর্কের মুখে পড়া সাকিব আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে পারফরম্যান্সে আলো ছড়ালেন। অনেকের কাছে বাংলাদেশের ক্রিকেটের ‘ব্যাড বয়’ হলেও মাঠে তাকে ‘পোস্টার বয়’ হিসেবেই দেখতে চান সবাই। সময় নেননি এই বাঁহাতি অলরাউন্ডার। মাঠে নেমেই জ্বলে উঠলেন। কেন সাকিব অন্যদের চেয়ে আলাদা, তা প্রমাণ করলেন আবারও। মাঠের বাইরে সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে ২২ গজের মধ্যে ব্যাট ও বলে আপসহীন এই অলরাউন্ডার। নিজের লক্ষ্যে অবিচল তিনি। ক্রিকেটের মাঠে সাকিব যা করে দেখিয়েছেন, তার ধারে কাছেও নেই বাংলাদেশের অন্য কেউ। ক্রিকেট বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ক্রিকেটে অন্য গ্রহের ক্রিকেটার সাকিব। বিশ্ব পরিমন্ডলেও তার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া দুষ্কর। সাকিবকে ছাড়া বাংলাদেশ দল যেন অসম্পূর্ণ দেখা যায়। তবে অনেকের মতে, এমন একজন জাদুকরি কিংবদন্তি ক্রিকেটার সবার জন্য রোল মডেল হতে হয়। কিন্তু অন্য উচ্চতায় পৌঁছে যাওয়া সাকিবের পেছনে ছুটেই চলেছে একের পর এক বিতর্ক।