advertisement
advertisement
advertisement

ফুলেল শ্রদ্ধায় আতসুকে বিদায়

ক্রীড়া ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

ঘানার প্রেসিডেন্টসহ শত শত মানুষ তুরস্কে গত মাসে ভূমিকম্পে নিহত আতসুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। রাজধানী আকরায় রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্যের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। ঘানার জাতীয় দল এবং আতসুর তুর্কি ক্লাব হাতায়স্পোরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে ছিলেন এমন একজন ব্যক্তির জন্য, যাকে অনেকে জাতীয় নায়ক হিসেবে দেখেন।

আবেগে কাবু হয়ে পড়া আতসুর বোনের বলেন, ‘জীবনে আমি তোমাকে ভালোবাসি প্রিয়তম, মৃত্যুতেও আমি তাই করব।’

advertisement

তিনি আরও বলেন, ‘এমনকি তার ক্যারিয়ারের শীর্ষে, আস্তু নিজেকেই রয়ে গেছেন এবং কখনো অহংকার বা অনুশাসনের দ্বারা ছাপিয়ে যাননি।’ ক্রীড়ামন্ত্রী মুস্তাফা উসিফ শোককারীদের বলেছেন। ‘তার উত্তরাধিকার অনুপ্রেরণা হিসেবে থাকবে।’