advertisement
advertisement
advertisement

কাবাডিতে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম
আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে আগের দিনই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। গতকাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই ছিল ইরাকের বিপক্ষে। সেই লড়াইয়ে জিতেছেন তুহিন তরফদাররাই। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী ইরাককে তিনটি লোনাসহ ৪৯-৩৩ পয়েন্টে হারায় স্বাগতিকরা। ২৮-১৩ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় উভয় দল। এই ম্যাচে খেলতে পারেননি দুই নির্ভরযোগ্য ক্যাচার রাসেল হাসান এবং রোমান হোসেন। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে তারা মাথায় চোট পেয়েছিলেন। তবে প্রথম চার ম্যাচে না পারলেও চোটমুক্ত হয়ে কাল ম্যাটে নেমেছিলেন তারকা খেলোয়াড় আরদুজ্জামান মুন্সী। যদিও দলের হয়ে প্রথম রেইড দিতে গিয়ে ধরা পড়েছিলেন (রিভিউ নিয়ে হেরে যান)। পরে অবশ্য দলের প্রয়োজনে বেশকটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছেন তিনি। আগের চার ম্যাচে বাংলাদেশ হারায় যথাক্রমে পোল্যান্ড, আর্জেন্টিনা, নেপাল এবং ইংল্যান্ডকে। ষক্রীড়া প্রতিবেদক

advertisement