advertisement
advertisement
advertisement

যুবাদের হারে শুরু

ক্রীড়া প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে গতকাল আফগানিস্তানের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশের যুবারা। আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২২.৫ ওভারে ৭৫ রানে অলআউট হয়। আফগানদের বিপক্ষে বাংলাদেশের এটি যৌথভাবে সর্বনিম্ন স্কোর। যুব ওয়ানডেতে সব মিলিয়ে ৭৫ রানের চেয়ে কমে অলআউট হয়েছে বাংলাদেশ তিনবার। ২০০৩ সালে ভারতের বিপক্ষে সর্বনিম্ন ৩৪ রানে অলআউট হয়েছিল তারা।

ব্যাটিং ব্যর্থতার ম্যাচে আশিকুর রহমান (১৬) ও ওয়াসি সিদ্দিকী ছাড়া বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান পাননি। বশির আহমেদ ২৩ রানে ৪ উইকেট নেন। রানতাড়ায় ৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগান যুবারা। ২১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে দলকে জয়ী করে মাঠ ছাড়েন সোহাইল (৩৩) ও হারুন খান (২১)। বর্ষণ একাই শিকার করেন ৩ উইকেট। আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

advertisement