‘ইউনিক গ্রুপ চ্যাম্পিয়নস লীগ ২০২৩’-এর ফাইনালে গতকাল শনিবার উত্তরণ এবং শেরাটন লিজেন্ডসের মধ্যে দুর্দান্ত একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তরণকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় শেরাটন লিজেন্ডস। বনানী মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী। খেলা শেষে তিনি বিজয়ী দল, সেরা খেলোয়াড়, সেরা গোলদাতার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিক গ্রুপের এস্টেট, ফিন্যান্স এবং প্রকিউরমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মো. সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহা. নূর আলী ইউনিক গ্রুপের সব কর্মকর্তা ও কর্মচারীর উদ্দেশে বলেন, যেভাবে এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে শেরাটন লিজেন্ডস বিজয় ছিনিয়ে এনেছে, তেমনি কাজের ক্ষেত্রেও জয়ী হতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। খেলার মাঠে যেভাবে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে, তেমনি কাজের ক্ষেত্রেও সবাইকে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, পরবর্তী সময় এই চ্যাম্পিয়ন্স লীগের মাধ্যমে আরও ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হবে। এটিকে আমরা আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাব।
ফুটবলের ফাইনাল রাউন্ডের পর পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি মোহা. নূর আলীর হাত থেকে বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের ট্রফি গ্রহণ করেন আহমেদ (জার্সি নম্বর ০৭), সর্বোচ্চ গোলদাতার ট্রফি গ্রহণ করেন সুজন (জার্সি নম্বর ০৮)। টাইটেল স্পন্সর হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন ইউএইচআরএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এবং টুর্নামেন্ট পরিচালনার জন্য ক্রেস্ট গ্রহণ করেন নূর আলী ফ্যামিলি ট্রাস্টের সিইও সৈয়দ ছানোয়ারুল হক। রানারআপ ট্রফি গ্রহণ করেন উত্তরণের দলনেতা শফিকুর রহমান এবং চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন শেরাটন লিজেন্ডসের দলনেতা মনিরুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের কোম্পানি সেক্রেটারি শরীফ হাসান, জিএম (ওয়েস্টিন অ্যান্ড শেরাটন) স্টিফেন রোজার ম্যাসি, গ্রুপের ডিরেক্টর ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রিয়াদ হোসেন, সিএফও ইউএইচআরএল জনি কুমার গুপ্ত, টুর্নামেন্ট কমিটির চিফ কো-অর্ডিনেটর এবং গ্রুপের এইচআর হেড মেজর নাসিমুল হক (অব), প্রজেক্ট ডিরেক্টর এসইজেডএল খান মোহামেদ আলাউদ্দিনসহ গ্রুপের সব ইউনিটের পরিচালক ও মহাব্যবস্থাপক, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।