advertisement
advertisement
advertisement

প্রেসক্লাবে সমাবেশ
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে সমাবেশ করেছেন প্রতিষ্ঠানপ্রধানরা। গতকাল শনিবার সরকারিকরণসহ পাঁচ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সংগঠন ‘বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান পরিষদ’। সহকারী প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতির নেতারাও সমাবেশে অংশ নেন।

প্রতিষ্ঠানপ্রধান পরিষদের সভাপতি নৃপেন্দ্রচন্দ্র দাসের সভাপতিত্বে এ সমাবেশে শিক্ষকরা পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলোÑ প্রতিষ্ঠানপ্রধান ও সহ-প্রধানদের যথাক্রমে ষষ্ঠ গ্রেড এবং সপ্তম গ্রেড দেওয়া, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের চাকরি জীবনে দুটি উচ্চতর স্কেল দেওয়ার সুস্পষ্ট ঘোষণা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া, ঐচ্ছিক বদলি ব্যবস্থা চালু করা এবং মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ।

advertisement

দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে প্রতিষ্ঠানপ্রধান পরিষদ। এ পাঁচ দাবি আদায়ে শিক্ষকরা পরে বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

advertisement