advertisement
advertisement
advertisement

ফুটবলে বাড়ে স্মৃতি হারানোর ঝুঁকি

আমাদের সময় ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশাদার ফুটবলারদের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের ঝুঁকি বেড়ে যায় বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। সুইডিশ বিজ্ঞানীদের এ গবেষণায় দেখা গেছে, ফুটবলারদের মধ্যে এই রোগ হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে ৪৬ শতাংশ বেশি। খবর এবিসি নিউজের।

ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ, যার ফলে রোগী কিছু মনে রাখতে পারেন না। এ রোগ হলে একটু আগে করা কাজও মানুষ ভুলে যেতে পারে।

advertisement

গবেষকদলের সদস্য ও স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউশনের শিক্ষক ড. পিটার উয়েডা জানান, তারা সুইডেনের পেশাদার ফুটবলারদের ওপর এ গবেষণা চালিয়েছেন। তাতে দেখা গেছে, সাধারণ মানুষের তুলনায় পেশাদার ফুটবলারদের আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি ৬২ শতাংশ বেশি। শুধু ডিমেনশিয়ার ক্ষেত্রে তা ৪৬ শতাংশ।

গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ‘ল্যানচেট পাবলিক হেলথ’ সাময়িকীতে ছাপা হয়েছে। এতে বলা হয়েছে, ফুটবলারদের মধ্যে গোলকিপারের ক্ষেত্রে ঝুঁকি খুব একটা পাওয়া যায় না। এর কারণ হিসেবে ড. পিটার উয়েডা বলেন, গোলকিপারকে সাধারণত মাথা ব্যবহার করতে হয় না। কিন্তু মাঠের খেলোয়াড়দের প্রচুর ‘হেড’ দিতে হয়। সম্ভবত এ কারণে গোলকিপারের ঝুঁকিটা কম।

advertisement

এর আগে স্কটল্যান্ডের এক গবেষণায় দেখা যায়, মস্তিষ্কজনিত অসুখে মৃত্যুর হার সাধারণ মানুষের চেয়ে পেশাদার ফুটবলারদের মধ্যে প্রায় সাড়ে তিন শতাংশ বেশি।