advertisement
advertisement
advertisement

লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র আবু তাহের আর নেই

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ১২:৩৬ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০১:০৫ এএম
সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের
advertisement

লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে নিজ বাসায় তিনি অসুস্থজনিত কারণে মারা যান বলে পরিবার সূত্রে জানা গেছে। মরহুম আবু তাহের স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

advertisement

জানা গেছে, আজ রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের জালালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ১৯৭১ সালে ভারতের রাজনগর ক্যাম্পে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি আর্টিলারি গ্রুপ কমান্ডার হিসেবে মহুরী নদী, কোম্পানীগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও রায়পুরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। তিনি ১৯৭২-৭৪ সালে জেলা ছাত্রলীগের আহ্বায়ক, ১৯৭৬ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৮০ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৮৪ পৌর আওয়ামী লীগের সভাপতি, ১৯৮৭ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৯৯০ সালে থানা আওয়ামী লীগের সভাপতি ও ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ১৯৯৮ সালে পৌর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

advertisement