মানহানি ও মিথ্যাচার খবর প্রচার করায় প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের মামলা নেয়নি গুলশান থানা পুলিশ। তবে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর ফলে দু’একদিনের মধ্যে অভিযোগ নিয়ে কোর্টে যাবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। এর আগে গতকাল শনিবার গভীর রাতে গুলশান থানায় প্রবেশ করে অভিযোগ দায়ের করতে চান শাকিব খান।
এই অভিনেতা জানান, নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করা রহমত উল্লাহ আসলে সেই সিনেমার প্রযোজকই নন। আর তাই প্রযোজক দাবি করে এফডিসির বিভিন্ন সমিতিতে অভিযোগ করা রীতিমতো প্রতারণা।
আরও পড়ুন: গভীর রাতে কেন গুলশান থানায় শাকিব খান?
প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্যমতে, ২০১৬ সালের ৭ মার্চ প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি নির্মাণের অনুমতি দেওয়া হয়। ভারটেক্স মিডিয়ার নামে এই সিনেমার প্রযোজক মো. জানে আলম। প্রযোজক হিসেবে রহমত উল্লাহর নাম কোথাও উল্লেখ নেই।
জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়া ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রকৃত মালিক। এই প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির সিংহভাগ লগ্নি করা হয়েছে। শাকিবের সঙ্গে চুক্তি ও শিডিউল সংক্রান্ত যাবতীয় আলাপও করেছিল প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এর আগে গত ১৫ মার্চ বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।