advertisement
advertisement
advertisement

ইতালির লাছপেচ্ছিয়ায় ‘সিএসএন’র বিভাগীয় কার্যালয় উদ্বোধন

বিশেষ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩ ১০:৩১ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১০:৩১ এএম
বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
advertisement

দীর্ঘ কয়েক বছর ধরে প্রবাসীদের আইনি সহায়তা, পরামর্শ, কাফ, ইমিগ্রেশন ও পাত্রোনাতো সার্ভিসের মধ্য দিয়ে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে সিএসএন গ্রুপ। সিএসএন’র এই সেবার মান উন্নয়নে আরও গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে ইতালির লাসপেচ্ছিয়া বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করল সিএসএন।

গত বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে শুধু সিএসএন গ্রুপ কর্মকর্তা ও ইতালিয়ান কমিউনিটি নিয়ে অফিসিয়াল উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিএসএন গ্রুপের পরিচালনায় লাসপেচ্ছিয়ায় দায়িত্বপ্রাপ্ত আখি সনি ও এম ডি জামাল হোসেনের আমন্ত্রনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএন’র প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার, মার্কেটিং অ্যাডভাইজার সারফারাজ দিন, সিএসএন মিলান লাম্বারদিয়া দায়িত্বপ্রাপ্ত কামরুল ইসলাম ভবর্ষন।

advertisement

এ সময় উপস্থিত ছিলেন ফেনাপী গ্রুপের প্রেসিডেন্ট কারমেলো সাত্তা, ডিরেক্টরে ফেনাপী জুসেপ্পে বনোরা, প্রেসিডেন্টে দেল পাত্রনাতো ইনাপি জুসেপ্পে দি লুকা, আসেস্সুরে কমুনে দি লাসপেচ্চিয়া, জুলিও গুয়েররেসহ সিএসএন গ্রুপ পরিবারের অন্য সদস্যরা।

অনুষ্ঠানে সিএসএন মার্কেটিং অ্যাডভাইজার সারফারাজ দিন বলেন, ‘প্রবাসীদের সঠিক আইনি সহায়তা ও পরামর্শ প্রদানে ও আমাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে পুরো ইতালিতে জুড়ে বিভাগীয় কার্যালয়সহ শাখা অফিস আমরা দিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখবো।’

advertisement

এদিকে সিএসএন প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার বলেন, ‘আমাদের লক্ষ্য সিএসএন’র মাধ্যমে প্রবাসীরা যেন প্রশিক্ষণ নিয়ে দক্ষ অপারেটর হয়ে কাফ অফিস পরিচালনা করতে পারে।’

অনুষ্ঠানে ফেনাপি, ইনাপিসহ ইতালিয়ান বিভিন্ন কাফে্ সেক্টরের সংস্থা থেকে আগত
আমন্ত্রিত অতিথিরা সবসময় সি‌এসএন’র পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।