advertisement
advertisement
advertisement

শাকিবের পাশে বুবলী, বললেন ভিন্ন কথা

বিনোদন প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ১২:৫৬ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৪:০১ পিএম
‘সুপারহিরো’ সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় থাকা মুহূর্তের একটি ছবি
advertisement

সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গেল বুধবার তিনি জমা দিয়েছেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। যেখানে শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ আনেন ‘অপারেশন অগ্নিপথ’র এই প্রযোজক। আর পুরো ঘটনাটাই ঘটেছে অস্ট্রেলিয়ায়, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাকে কেন্দ্র করে।

তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন শাকিব খান। আর এসব মিথ্যা অভিযোগের কারণে তার মান-সম্মানও ক্ষুণ্ণ হয়েছে। তাই তিনি গতকাল শনিবার গভীর রাতে গুলশান থানায় যান এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে।

advertisement

এর আগে, গত বৃহস্পতিবার বিষয়টি মিমাংসার জন্য ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। জানা গেছে, সেখানে শাকিবের পক্ষ হয়ে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। কিন্তু তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে।

আরও পড়ুন: মামলা নেয়নি পুলিশ, শাকিবকে আদালতে যাওয়ার পরামর্শ

advertisement

এবার শাকিবকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন চিত্রনায়িকা বুবলী। সঙ্গে প্রকাশ করলেন ‘সুপারহিরো’ সিনেমা শুটিংয়ের সময়ের বেশ কিছু ছবি। আর কথাগুলোতে শাকিবের অভিযোগের কোন প্রসঙ্গ না থাকলেও আছে তাদের অস্ট্রেলিয়ায় শুটিংয়ের অভিজ্ঞতার প্রসঙ্গ। যেখানে শাকিবকে নিয়ে নানা অভিযোগ চালাচালি হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে সেখানে বুবলী শোনালেন আতিথেয়তার গল্প।

ফেসবুকবার্তায় শাকিবের সন্তান শেহজাদ খান বীরের মা বলেন, ‘২০১৮ সালে হার্টবিট কথাচিত্র প্রযোজিত “সুপারহিরো” সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানসহ আমাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজ্যের তখনকার সড়ক ও নৌপথমন্ত্রী মেলিন্ডা পেভে, স্থানীয় ফর্মার কাউন্সিলর মোহাম্মদ জামান, ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, কনসালটেন্ট রেমন্ড সোলায়মান, পরিচালক আশিকুর রহমানসহ অনেকে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম।’

আরও পড়ুন: সমঝোতা হয়নি, শাকিবকে নোটিশ পাঠাচ্ছে সমিতি

সিনেমার শুটিংয়ের প্রসঙ্গে টেনে বুবলী বলেন, ‘ছবিটির অস্ট্রেলিয়ায় আমাদের শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। “সুপার হিরো’ ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাস তারা দিয়েছেন।’

বুবলীর কথায়, তাদের অস্ট্রেলিয়ার এই সফরটি ছিল অনেক সুন্দর ও মধুর। এই স্ট্যাটাসে সদ্য আলোচিত ঘটনার কোনো প্রসঙ্গই তুলে ধরেননি এই চিত্রনায়িকা। বরণ তার কথাগুলো ছিল শাকিব খানের অভিযোগ প্রসঙ্গের ঠিক উল্টো। বলেছেন, মজার অভিজ্ঞতার কথা।