মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আগামী মঙ্গলবার তিনি গ্রেপ্তার হতে পারেন। গ্রেপ্তার হলে তিনি সমর্থকদের গণবিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।
তবে ট্রাম্পের আইনজীবী বলেছেন, এই নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এবং কিছু মিডিয়া রিপোর্টের ভিত্তিতে ট্রাম্প এমন পোস্ট করেছেন।
খবরে বলা হয়েছে, সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ প্রদানের অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প। তারই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, আগামী সপ্তাহে এ মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করা হতে পারে। ট্রাম্পকে যদি অভিযুক্ত করা হয় তাহলে মার্কিন ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হবে প্রথম কোনো ফৌজদারি মামলা।
ড্যানিয়েলস দাবি করেছেন, তার সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক ছিল এবং তার এক আইনজীবী ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।
৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। যদিও তিনি এখন পর্যন্ত কোনো মামলায় অভিযুক্ত হননি। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে প্রার্থী হওয়ার জোরালো স্বপ্ন দেখছেন ট্রাম্প। তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট যদি অভিযুক্ত হন তাহলে তার এই স্বপ্ন ধূলিসাৎ হতে পারে।