advertisement
advertisement
advertisement

তরুণীকে পিটিয়ে তোলা হলো ট্যাক্সিতে, এগিয়ে এলেন না কেউ

অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ০৪:০২ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৪:০২ পিএম
ভিডিও থেকে সংগৃহীত ছবি
advertisement

ব্যস্ততম রাস্তায় জনসম্মুখে এক তরুণীকে পিটিয়ে, টেনেহিঁচড়ে ট্যাক্সিতে তুলছেন এক যুবক। সেই সময় ওই তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউই। ভারতের উত্তর পশ্চিম দিল্লির মঙ্গোলপুরিতে এমন ঘটনার এক ভিডিও দেশটিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটেছে এ ঘটনা। ভিডিওতে দেখা যায়, খালি পায়ে এক ব্যক্তি ওই তরুণীকে ব্যস্ত রাস্তার মাঝে পেটাচ্ছেন, টেনে জোর করে ট্যাক্সিতে তুলছেন। এরপর ট্যাক্সির ভেতরে তরুণীকে বারবার ঘুষি মারছেন। এই সময় সেখানে আরেক ব্যক্তিকে নিশ্চুপ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শেষমেশ মারধরকারী ও দাঁড়িয়ে থাকা ব্যক্তি দুইজনেই ট্যাক্সির ভেতরে উঠেন।

advertisement

ব্যস্ততম রাস্তায় এমন ঘটনা ঘটলেও ওই তরুণীকে বাঁচাতে কেউ এগিয়ে আসেন নি। ভিডিও ভাইরালের পর দিল্লি পুলিশের আউটার ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। এ নিয়ে তারা শনিবার রাতেই তদন্ত শুরু করেছেন।

পুলিশের একটি দল ইতোমধ্যে ওই ট্যাক্সির নিবন্ধনের ঠিকানায় গেছে। দিলি পুলিশ ইতোমধ্যে ট্যাক্সিকে ট্রেস করেছে এবং ওই তিনযাত্রী কোথায় গেছেন তা খুঁজছেন।

advertisement