হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে অরুন সরকার নামের এক কৃষকের হালের দুটি বলদ মারা গেছে। এতে দরিদ্র ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
আজ বোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের প্রানতোষ সরকার জানান, রোববার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো। এ সময় কৃষক অরুন সরকার তার দুটি গরু গোয়ালঘর থেকে ঘরের আঙিনায় একটি ছাপরায় (উপরে ছাউনি দেওয়া ঘর) এনে রাখেন। ওই সময় হঠাৎ বজ্রপাতে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়।