advertisement
advertisement
advertisement

কর্মস্থলে ফেরা হলো না ব্যাংকার রাশেদের

শরীয়তপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩ ০৮:৩৪ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৮:৩৪ পিএম
নিহত রাশেদ আলী। ছবি: সংগৃহীত
advertisement

ছুটিতে দুই মেয়েকে দেখতে আসছিল ব্যাংকার রাশেদ আলী। কিন্তু আর ফিরে যাওয়া হলো না কর্মস্থলে। মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় রাশেদ আলী (৩৮) নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৮টায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা রাশেদ আলীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।

advertisement

নিহত রাশেদ আলী ঢাকার মতিঝিল শাখার ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরার দেবহাটা থানার সখিপুর এলাকার বাসিন্দা। তার পরিবারে স্ত্রী শাহনাজ সাথী ও সারা (৭) এবং সাফা (৫) নামের দুই মেয়ে রয়েছে।

লাশ নিতে এসে বারবার মূর্ছা যাচ্ছিলেন শাহনাজ সাথী। তিনি বলেন, ‘আমার এখন কি হবে। আমার দুই মেয়ের আর কেউ রইল না। হে আল্লাহ এ কি করলা তুমি। আমরা শেষ হয়ে গেলাম।’

advertisement