advertisement
advertisement
advertisement

স্বামীর ওষুধ কিনতে গিয়ে সব হারালেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ০৯:৪৭ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১০:০১ পিএম
প্রতীকী ছবি
advertisement

রিয়াজুল হাসানের দুটো কিডনিই বিকল। ভর্তি আছেন রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে। আজ রোববার সকালে স্বামীর জন্য ওষুধ কিনতে গিয়ে সব হারিয়েছেন মরিয়ম রহমান।

হাসপাতালে ফেরার পথে মরিয়মের সঙ্গে কয়েকজন কথা বলতে আসেন। তাদের সঙ্গে কথা বলার একপর্যায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারান মরিয়ম। তিনি স্বাভাবিক হয়ে দেখেন, গলার স্বর্ণের চেন, কানের দুল, কাছে থাকা ব্যাগ, দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়েছে চক্রটি।

advertisement

ওই ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ করেছেন মরিয়র। তবে আজ সন্ধ্যা পর্যন্ত অপরাধীদের ধরতে পারেনি পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত শুরু করেছি। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রতারক চক্রটিকে ধরতে চেষ্টা করছে পুলিশ।’

advertisement

অভিযোগপত্রে ভুক্তভোগী মরিয়ম রহমান জানান, আজ সকালে মিরপুরের শিশু হাসপাতালে সামনে থেকে স্বামীর জন্য ওষুধ কিনে কিডনি ফাউন্ডেশনের দিকে রওনা হন তিনি। এ সময় অজ্ঞাতনামা তিনজন মরিয়মের কাছে এসে বিভিন্ন বিষয়ে জানতে চান। কথা বলতে বলতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পেছনের গলিতে গেলে তিনি হঠাৎ জ্ঞান হারান। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিনি দেখেন তার গলায় ও কানে থাকা স্বর্ণের চেন ও দুটি কানের দুল, ভ্যানিটি ব্যাগে থাকা নগদ টাকা ও মুঠোফোন তার সঙ্গে নেই।

মরিয়ম রহমান বলেন, ‘অনেকদিন ধরেই আমার স্বামী কিডনির রোগে ভুগছেন। এখন তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসকেরা কিডনি পরিবর্তন করতে বলেছেন। এমন পরিস্থিতিতে আমার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে প্রতারকেরা।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে কথা বলার পর কি হলো কিছুই বুঝতে পারি নাই। কিছুসময় পরে দেখি আমার কাছে কিছুই নেই। এই অসহায় অবস্থায় সব হারিয়ে আমি কতটা খারাপ অবস্থায় আছি তা কাউকে বোঝাতে পারব না।’