advertisement
advertisement
advertisement.

কন্যাসন্তানের বাবা হলেন আতিফ আসলাম

২৩ মার্চ ২০২৩ ০৮:১৪ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৩ ০৮:১৬ পিএম
আতিফ আসলাম ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত
advertisement..

ভক্ত অনুরাগীদের সুখবর দিলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। নবজাতক ও তার স্ত্রী দুজনই সুস্থ আছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অবশেষে অপেক্ষার অবসান। আমার হৃদয়ের নতুন রানি উপস্থিত। মেয়ে এবং সারা, দু’জনেই সুস্থ আছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।’ তবে ছবিতে কন্যার মুখ আড়াল করেছেন আতিফ। শিল্পীর পক্ষ থেকে সুখবর ছড়িয়ে পড়তেই ভক্ত অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীকে শুভেচ্ছা জানান।

advertisement

কন্যাসন্তানের নাম রেখেছেন হালিমা আতিফ আসলাম। কন্যা ও স্ত্রী সারাহ ভারওয়ানা দুজনই ভালো আছেন বলে জানান বলিউডের এ গায়ক। তাদের জন্য শুভাকাঙ্ক্ষিদের কাছে দোয়া চেয়েছেন আতিফ। এরআগে আব্দুল আহাদ এবং আরিয়ান আসলাম নামে দুই ছেলে সন্তানের বাবা ছিলেন আতিফ।

আরও পড়ুন: প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের মামলা, সমন জারি

২০১৪ সালে সারাকে বিয়ে করেন আতিফ। লাহোরে নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন তারা। পরের বছর আতিফের বড় সন্তান আব্দুলের জন্ম। ২০১৯ সালে সারার কোল আলো করে আসে আতিফের ছোট ছেলে আরিয়ান।

২০০৫ সালে বলিউডের পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আতিফ আসলাম। ‘জেহের’ সিনেমায় ‘ও লামহে ও বাতে’ গানে কণ্ঠ দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক হিট গান উপহার দিয়েছেন আতিফ।

ক্যারিয়ারের বেশিরভাগ গানই বলিউডের করেছেন তিনি, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংকটের মধ্যে তাঁকেসহ একাধিক পাকিস্তানি শিল্পীকে কয়েকবার বলিউড থেকে বহিষ্কারও করা হয়েছে।

আরও পড়ুন: অভিনেত্রী উর্মিলা সিসিইউতে

গানের বাইরে ২০১১ সালে পাকিস্তানি ‘বোল’ সিনেমায় অভিনয়ও করেছেন তিনি, এর বাইরে কয়েকটি মিউজিক ভিডিওতে পাওয়া গেছে তাঁকে।

‘উহ লমহে’, ‘তেরে বিন’, ‘পহেলি নজ়র’ এবং ‘ক্যায়সে বতায়েঁ’-সহ বলিউডে আতিফের গাওয়া একাধিক গান এখনও মনে রেখেছে সঙ্গীতপ্রেমীরা।