advertisement
advertisement
advertisement.

টেরাকোটার ‘কাগজ’ পোস্টার ফিল্ম আর্কাইভে, এফডিসিতে ভাঙচুর

আহমেদ তেপান্তর
২৩ মার্চ ২০২৩ ০৮:১৭ পিএম | আপডেট: ২৩ মার্চ ২০২৩ ০৮:১৭ পিএম
টেরাকোটায় নির্মিত ‘কাগজ’ সিনেমার পোস্টার
advertisement..

যেখানে শিল্পের কদর নেই সেখানে প্রতিভার মূল্যায়ন হয় না। অথচ শিল্প আর মেধার বিকাশের জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিএফডিসির প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তার হাতে গড়া সেই প্রতিষ্ঠানেই অবমূল্যায়নের শিকার হয়েছে ‘কাগজ’ সিনেমার টেরাকোটা খচিত একটি শৈল্পিক পোস্টার। আর এতে করে প্রশ্ন উঠেছে- এফডিসিতে শিল্প না মৌলবাদের চাষ করেছেন ব্যবস্থাপনা পরিচালক? অন্যদিকে, ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে স্থান পেয়েছে শিল্পকর্মটি!

জানা গেছে, গত বছরের ২৩ জুন আলী জুলফিকার জাহেদীর ‘কাগজ: দ্য পেপার’ সিনেমাটি মুক্তি পায়। মার্কেটিংয়ে অভিনবত্ব আনতে পোস্টারটি টেরাকোটায় করার সিদ্ধান্ত নেন। জুলফিকার জায়েদীর পরিকল্পনায় বিমূর্তরূপ দেন রিংকু নামের টাঙ্গাইলের এক শিল্পী। ওই সময় দুটো টেরাকোটার পোস্টার তৈরি করা হয়। একটি যমুনা ব্লকবাস্টারের করিডোরে অপরটি চলচ্চিত্রের আঁতুরঘর বলে পরিচিত এফডিসিতে। পোস্টারটি ১ নম্বর ফ্লোর ঘেঁষা আমতলায় রাখা হয়।

advertisement

নান্দনিকতার কারণে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী টেরাকোটার এই পোস্টারটি দেখতে আসেন, কেউ ছবিও তোলেন। কিন্তু গত ৩-৪ দিন আগে টেরাকোটার পোস্টারটি ভাঙাচোরা অবস্থায় আবিস্কার করেন ‘কাগজ’ সিনেমার পরিচালক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিল্ম আর্কাইভ আমার কাছে টেরাকোটার এই পোস্টারটি সংরক্ষণ করবে মর্মে চাইলে আমি রাজি হই। সে কারণে এফডিসিতে যাই, কিন্তু গিয়ে দেখি ফ্রেম ঠিক আছে কেবল টেরাকোটা ভেঙে চুরমার। ফ্রেমটি কে বার কারা সরিয়ে রেখেছে। বিষয়টি তাৎক্ষণিক পরিচালক সমিতিকে অবগত করেছি। তারা বিষয়টি নিয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে জানাবেন মর্মে আমাকে জানিয়েছেন।’

এ নিয়ে পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব কবিরুল রানা বলেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম, আপনার কাছেই জানলাম। এটা খুবই দুঃখজনক। এমনটা হওয়ার কথা নয়। ফুটেজ দেখলেই বোঝা যাবে।’

এদিকে শিল্পচর্চার স্থান বলে পরিচিত এফডিসি নিয়ে নতুন কোনো ভাবনা নেই বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের। সমিতির নেতৃবৃন্দের সঙ্গে শীতল সম্পর্ক দীর্ঘদিন। ফলে এফডিসিতে সিনেমা নির্মাণের পরিমাণ কমতে কমতে এখন সব ফ্লোর প্রায় ফাঁকা।

বিষয়টি নিয়ে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিষয়টি নিয়ে এফডিসির সিকিউরিটি অ্যাডমিন অফিসার শাহিন বলেন, ‘এটা দুঃখজনক। আগামী সোমবার সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ব্যবস্থা নেওয়া হবে।’

ধারণা করা হচ্ছে ‘কাগজ’ সিনেমার টেরাকোটার পোস্টারটির এমন আইডিয়া পৃথিবীতে প্রথম প্রয়োগ করেছেন আলী জুলফিকার জায়েদী। এ নিয়ে উচ্ছ্বসিত জায়েদী বলেন, ‘গিনেস বুকে রেকর্ড লেখানোর জন্য কাগজ তৈরি করছি, খুব শিগগিরই পাঠাব।’