শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরীর জামালখান ওয়ার্ডে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল মাঠে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলাম আশিকের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি হাজী সাহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, খ ইউনিট সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, নগর যুবলীগ নেতা শিভু প্রসাদ চৌধুরী, মোনোয়ার আলম চৌধুরী নোবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহামুদুল করিম, ডবলমুরিং থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম আরদিন প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য তারেক হাসান সজীব, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক আলামিন হোসেন, পাহাড়তলী থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ, কোতোয়ালি থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাহামুদুল ইসলাম খান মিনহাজ, সদস্য সাদাফ ওসমান খান, জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আলম আলিফ, এনায়েতবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিয়াজউদ্দিন তামিম প্রমুখ।