ঝালকাঠির রাজাপুরে একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসটির সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজারের নাম মেহেদী হাসান (৪৫) এবং যাত্রীর নাম পারভেজ (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, আজ সকালে বরিশাল থেকে যাত্রী নিয়ে বিআরটিসির একটি বাস পাথরঘাটায় যাচ্ছিল। বাসটি কানুদাসকাঠি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান বাসটির সুপারভাইজার মেহেদী হাসান ও যাত্রী পারভেজ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় বাসে আরও ৩০ জন যাত্রী গুরুতর আহত হন। আহত যাত্রীদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের বরিশালে পাঠানো হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।