advertisement
advertisement
advertisement.

যেসব কাজের কারণে রোজা ভেঙে যায়

অনলাইন ডেস্ক
২৪ মার্চ ২০২৩ ১২:৩৬ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০১:৩৯ পিএম
রমজান। ছবি: সংগৃহীত
advertisement..

আজ শুক্রবার। প্রথম রমজান ও জুমার দিন। ২৪ মার্চ ২০২৩ ইংরেজি, ১০ চৈত্র ১৪২৯ বাংলা, ০১ রমজান ১৪৪৪ হিজরি। বরকতময় রমজান মাসের প্রথম জুমা আজ।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম রোজা। ইমান, নামাজ ও জাকাতের পরই রোজার স্থান। শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকাকে সাওম বলা হয়।

advertisement

আসুন জেনে নেই যেসব কাজের কারণে রোজা ভেঙে যায়:

১. ইসলাম ত্যাগ করলে

২. বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা

৩. জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে

৪. ইচ্ছা করে বমি বা মুখ ভরে বমি করলে

৫. গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে

৬. কুলি করার সময় অনিচ্ছায় গলার ভেতর পানি প্রবেশ করলে

৭. ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে

৮. রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে। (ফাতাওয়ায়ে শামি ও ফাতাওয়ায়ে আলমগিরি)

আরও পড়ুন: রোজায় ফিট থাকার উপায়

৯. রাত অবশিষ্ট আছে মনে করে সুবেহ সাদিকের পর পানাহার করলে

১০. কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে 

১১. মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব

১২. ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে

১৩. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে

১৪. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে