advertisement
advertisement
advertisement.

পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে ২ বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৩ ০১:৩৫ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০২:০৭ পিএম
ফাইল ফটো
advertisement..

মোটরসাইকেলে করে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম মহানগরীতে আসার সময় একটি পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কালুশাহ নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ ইউসুফ (৩৫) ও মো. মহিউদ্দিন আল হাসান রাজু (৩০)।

advertisement

জানা গেছে, দোকানের মালামাল আনার জন্য একটি মোটরসাইকেল করে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন দুই বন্ধু। কালুশাহ নগর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ইউসুফ ও রাজুকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন দুইজন। পরে পাশ দিয়ে যাওয়া একটি পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইউসুফ ও রাজু। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. আমির উদ্দিন বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি দুটি শনাক্ত করা সম্ভব হয়নি।’