advertisement
advertisement
advertisement.

নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩ ০৭:২৭ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০৯:২৬ পিএম
নোয়াখালীর সোনাইমুড়ীতে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ছবি: আমাদের সময়
advertisement..

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সহ-সভাপতি ভিপি মাহফুজুর রহমান বাহার, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবুকে অবরুদ্ধ করে রাখেন তারা। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানা-পুলিশ প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে ওই তিন নেতাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

পুলিশ ও আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন সুজন ও শ্যামল উদ্দিন দীর্ঘ বছর ধরে কমিটি চালিয়ে আসছেন। শুক্রবার বিকেলে ছাত্রলীগের কর্মী আরিফ হোসেনকে সভাপতি ও রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দিতে সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার।

এসময় পূর্বের কমিটির সভাপতি দেলওয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠানস্থলে নেতাকর্মীরা এসে অনুষ্ঠান পণ্ড করে দেয়। দুই পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়তে থাকে।

এসময় সভাপতি দেলওয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিনের নেতৃত্বে স্কুল মাঠ থেকে সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুকে অশালীন মন্তব্য করে শ্লোগান দিয়ে প্রতিবাদ মিছিল করে মেইন সড়কে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুকে ওই স্থানে অবরুদ্ধ করে অশালীন মন্তব্য করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।