advertisement
advertisement
advertisement.

চাঁদের নিচে ‘তারা’, ফেসবুকে ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক
২৪ মার্চ ২০২৩ ০৮:২৯ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ০৭:৫৮ এএম
আকাশে আজ রাতে চাঁদের এ দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত
advertisement..

আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গতকাল বৃহস্পতিবার খালি চোখে অধিকাংশ মানুষই চাঁদ দেখতে পারেননি। তবে আজ শুক্রবার খালি চোখে চাঁদ দেখা যাচ্ছে। তবে এ চাঁদের সঙ্গে আছে একটি তারা। যে তারাটিকে অনেকেই শুক্র গ্রহ হিসেবে অভিহিত করছেন। চাঁদের ঠিক নিচেই এই তারা জ্বল জ্বল করছে।

এদিকে, চাঁদের নিচে তারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন জন তার ফেসবুক ওয়ালে চাঁদ-তারার এ ছবি পোস্ট করে নানা কিছু লিখছেন।

advertisement

ইয়াসিন নামের এক ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘আজকের চাঁদটা তাহার মতোই সুন্দর।’

সানজিদা সনকা নামের রাজবাড়ী সদরের এক আবৃত্তিশিল্পী লিখেছেন, ‘এত সুন্দর চাঁদ, নিচে একটা তারা। এখনো কেউ বাইরে গেলেই দেখতে পাবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিমুল সরদার লেখেন, ‘আজ চাঁদ ও শুক্র গ্রহ একইসাথে (আকাশে চাঁদ ও ভেনাস একত্রে হয়ে গেছে) তাই চাঁদের মাঝ বরাবর নিচে তারাটি দেখা যাচ্ছে।’

তরিকুল ইসলাম নামের এক প্রকৌশলী লিখেছেন, ‘পবিত্র রমজান মাসের প্রথম রোজা সন্ধ্যার আকাশে এক বিরল দৃশ্য চাঁদ এবং শুক্রগ্রহ।’

সৈয়দ মেহেদী হাসান নামের এক সাংবাদিক লেখেন, ‘আরবি হরফ ب এর মতো দেখতে আজকের আকাশের চাঁদ ও তারা। চমৎকার দৃশ্য।’