শেরপুর-ঝিনাইগাতী সড়কের ঘাগড়া কবিরাজপাড়া এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীকে (৫৫) উদ্ধার করেছেন হাতিবান্দা ইউনিয়ন পরিষদের সদস্য মো. হযরত আলী। নিজের পরিচয় জানাতে ব্যর্থ হওয়ায় ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে যান হযরত আলী। এ ঘটনায় উদ্ধারকৃত নারীর আত্মীয়-স্বজনদের খোঁজ চেয়ে ঝিনাইগাতী ইউএনও ফারুক আল মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
আজ শুক্রবার বেলা দুইটার দিকে ‘ইউএনও ঝিনাইগাতী’ নামের আইডিতে স্ট্যাটাসটি দেন ইউএও ফারুক আল মাসুদ। এর আগে বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে ইউপি সদস্য মো. হযরত আলী।
এদিকে ঘটনার একদিন পেরিয়ে গেলেও ওই নারীর কোন আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
‘ইউএনও ঝিনাইগাতী’ আইডিতে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘গতকাল ঘাগড়া কবিরাজ পাড়া এলাকায় ঢাকা টু ঝিনাইগাতী সড়কের পাশে এই মহিলাকে পাওয়া যায়। সে কথা বলতে এবং কাউকে চিনতে পারছে না। অদ্যাবধি হযরত মেম্বার এর বাড়িতে আছে। মহিলাটি কারো পরিচিত হলে অতিদ্রুত উপজেলা নির্বাহী অফিসার (০১৭১৩৬৫১৩২৫), অফিসার-ইন-চার্জ (০১৩২০১০৬২৭৩), সমাজসেবা অফিসার (০১৩০০৮০৮৪৩৪), ঝিনাইগাতিকে অবগত করার অনুরোধ করা হলো।’
হাতিবান্দা ইউনিয়ন পরিষদের সদস্য হযরত আলী বলেন, ‘বৃহস্পতিবার ভোরে মসজিদে ফজরের নামায আদায় করে বাড়ি ফেরার পথে ঘাগড়া কবিরাজপাড়া এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখি। পড়ে থাকা নারীর কাছে গিয়ে তার পরিচয় জানার চেষ্টা করে ব্যর্থ হই। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আমার বাড়িতে রেখে চিকিৎসা করাচ্ছি। বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের অবগত করেছি।’
এ সময় তিনি বলেন, ‘এই নারী কারও পরিচিত হলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’
ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ‘সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন নারী উদ্ধার করে ইউপি সদস্য মো. হযরত আলী একটি মহৎ কাজ করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। অচেতন অবস্থায় পড়ে থাকা নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। তবে এই নারীটি কারও পরিচিত হলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।’