অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের হাওড়া রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে দেশটির রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরপিএফ)। পরে তাদের গতকাল শুক্রবার হাওড়া জেলা আদালতে তোলা হয়।
ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হাওড়া রেলস্টেশনের পুরনো কমপ্লেক্সে সন্দেহজনক ঘোরাফেরার সময় ওই দুই নারীকে আটক করা হয়। তারা বাংলাদেশের খুলনার ফুলবাড়ী গেট এলাকার মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা। একজনের নাম রানু বেগম (২৮), ও প্রিয়া খাতন (২৬)।
জানা গেছে, ওই দুই নারী বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করেন। তারা বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়া ওই নারী বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদের কাছ থেকে মোবাইল ছাড়াও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।