advertisementsp
advertisement
advertisement.

অধিনায়ক হয়েই এমবাপ্পের জোড়া গোল, ডাচদের গুঁড়িয়ে দিল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩ ০৮:৪৯ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ০৮:৪৯ এএম
ফ্রান্সের গোল উৎসব। ছবি: সংগৃহীত
advertisement..

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হলো ফ্রান্সের। ‘বি’ গ্রুপের ম্যাচে ডাচদের ৪-০ গো উড়িয়ে দিল দিদিয়ের দেশমের শিষ্যরা। আর ফরাসিদের অধিনায়ক হিসেবে প্রথম যাত্রাতেই দাপট দেখালেন কিলিয়ান এমবাপ্পে। নিজে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন। যেখানে অঁতোয়ান গ্রিজমান দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দায়দ উপেমেকানো।

শুক্রবার রাতে প্যারিসে ডচদের ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে আতিথেয়তা জানায় কাতার বিশ্বকাপের রানার্সআপরা।

advertisement

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। এমবাপ্পের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড গ্রিজমান। অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। গ্রিজমানের ডান দিক থেকে বক্সে বাড়ানো ক্রসে বল শেষ মুহূর্তে বাঁক খায়, এতে গোলরক্ষক নাগালে পেয়েও ধরতে পারেননি বল। তার বুকে লেগে বল সামনে ছুটে আসা উপেমেকানোর গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়।

খেলার ২১তম মিনিটে স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। অহেলিয়া চুয়ামেনির থ্রু বল ধরতে গিয়ে ডামি করে ছেড়ে দেন মুয়ানি। এরপর বক্সে ফাঁকায় বল ধরে ঠাণ্ডা মাথার প্লেসিং শটে গোল করেন পিএসজি তারকা।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। যেখানে এমবাপ্পে ৮৮তম বল পায়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে বড় জয় এনে দেন।

আগামী সোমবার পরের ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। একই দিন নেদারল্যান্ডস জিব্রাল্টারের বিপক্ষে মাঠে নামবে।