advertisement
advertisement
advertisement.

‘বজ্রকন্ঠ’র দেখা মিলবে আগামীকাল

বিনোদন প্রতিবেদক
২৫ মার্চ ২০২৩ ০১:০৭ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ০৩:১৫ পিএম
‘বজ্রকন্ঠ’ নাটকের একটি দৃশ্য
advertisement..

বেকার যুবক নিশান একটা চাকরির জন্য খুব চেষ্টা করছে। এক অফিসের কর্মকর্তা তাকে পাঁচ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নিশ্চয়তা দেয়। সেই টাকা কিভাবে ব্যবস্থা করবে সে, এ নিয়ে চিন্তায় পড়ে যায়। প্রেমিকা তাকে চাপ দিচ্ছে চাকরি না হলে, তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এক বন্ধু কিছু টাকা দিবে বলে আশ্বাস দিয়েছে। বাকি টাকার জন্য অস্থিরতায় ভুগতে ভুগতে নিশান জাতীয় গ্রন্থাগারে ঢুকেছে। নীরবে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটা শান্ত করার চেষ্টায়।

এক পর্যায়ে পড়ার জন্য বই খুঁজতে গিয়ে বঙ্গবন্ধুর উপর কয়েকটি বই হাতে নেয় সে। লাইব্রেরিয়ান সেলিনা আজাদ বিষয়টা খেয়াল করে। সেলিনা আজাদ একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তার বাবা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই বঙ্গবন্ধুকে নিয়ে তার আগ্রহ বরাবরই একটু বেশি।

advertisement

আরও পড়ুন: অ্যাওয়ার্ড শো’র নামে প্রতারণা (ভিডিও)

নিশানকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করেন তিনি। এরই মধ্যে নিশানের প্রেমিকা টাকা নিয়ে হাজির হয়। কিন্তু নিশান তাকে জানায় ঘুষ দিয়ে চাকরি নিতে চায় না সে। সেলিনা আজাদ তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশের জন্য কাজ করেছেন সেই আদর্শের পথে হাঁটতে চায় নিশান।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে মহান স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘বজ্রকন্ঠ’। সাদেক সাব্বিরের রচনায় এটি নির্মাণ করেছেন রোকেয়া প্রাচী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে।

নির্মাতা জানান, ‘বজ্রকন্ঠ’ প্রচার হবে আগামীকাল রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে।