advertisement
advertisement
advertisement.

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ২৩

অনলাইন ডেস্ক
২৫ মার্চ ২০২৩ ০৭:১৪ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩ ০৮:০০ এএম
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে গত রাতে টর্নেডো আঘাত হানে
advertisement..

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া টর্নেডোতে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল শুক্রবার রাতে মিসিসিপিতে এ টর্নেডো আঘাত হানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, টর্নেডোর আঘাতে মিসিসিপির কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। টর্নেডোর আঘান হানা এলাকাগুলোতে অনেক গাছ ও বিদ্যুতের খুঁটি  ভেঙে পড়েছে। এর ফলে হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন।  

advertisement

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি রাজ্য শক্তিশালী ঝড় আঘাত হানার শঙ্কায় রয়েছে। মিসিসিপির কয়েকটি এলাকায় ভারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

পশ্চিম মিসিসিপির রোলিং ফর্কের বাসিন্দারা বলেছেন, টর্নেডোর আঘাতে তাদের বাড়ির পেছনের জানালা উড়িয়ে নিয়ে গেছে। ওই এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

ব্র্যান্ডি শোয়াহ নামের এক স্থানীয় বাসিন্দা সিএনএনকে বলেছেন, ‘আমি কখনো এমন টর্নেডো দেখিনি। এটা খুব ছোট শহর এবং শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে।’

মিসিসিপির গভর্নর টেটে রিভস টুইটারে লেখেন, আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। দুর্গত এলাকায় সেবা দিতে চিকিৎসক দলও পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্ঘটনাকবলিত এলাকার বাসিন্দাদের ছিঁড়ে পড়া বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকতে বলা হয়েছে। যেসব ভবনে পানি ঢুকে গেছে সেসব ভবনে তাদের ঢুকতে নিষেধ করা হয়েছে।