রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে শাকিলা খাতুন (৩০) নামের এক যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিলার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াকাদি উপজেলায়। তিনি যৌনপল্লীর আরতির বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
আজ শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে শাকিলাকে দেখতে না পেয়ে অন্য বাড়ির ভাড়াটিয়া শাকিলার রুমের জানালা দিয়ে উঁকি দেন। তারা শাকিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘গতকাল বিকেল ৫টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ খবর পেয়ে দৌলতদিয়া পূর্ব পাড়ায় অবস্থিত আরতির বাড়ির ফ্যানে এক ভাড়াটিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাকিলা আত্মহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’