advertisement
advertisement
advertisement.

রাশিফল ২৬ মার্চ: মিলিয়ে নিন ভাগ্যে কী আছে আজ

অনলাইন ডেস্ক
২৬ মার্চ ২০২৩ ১০:৩৮ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১০:৩৮ এএম
প্রতীকী ছবি
advertisement..

সাধারণত রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

এ রাশি নিয়ে নানা ভাবনা, নানা মত রয়েছে। কেউ এটাকে বিশ্বাস করেন, আবার কেউ এসব মানতে চান না। কেউ আবার না মানলেও লুুকিয়ে দেখে নেন কি আছে ভাগ্যে। যা হোক; সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না করে- দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?

advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য।

আজ ২৬ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ, রোববার। আজকের দিনটি মেষ রাশির। মেষ রাশিরা শৃঙ্খলা বজায় রাখবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
মেষ রাশির জাতকরা আজ মিশ্র ফলাফল লাভ করবেন। আজ জীবনে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। সরকারের তরফে এমন কিছু পরিবর্তন দেখা যেতে পারে, যার ফলে আপনার জীবনে ভারসাম্যহীনতা দেখা দেবে। সাহস জবাব দিতে পারে। ভাই-বোনের পরামর্শে আজ আপনার সমস্ত কাজ পূর্ণ হতে পারে। শ্বশুরবাড়ির ব্যক্তিদের সঙ্গে লেনদেন এড়িয়ে যান। তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। সন্তানের ভবিষ্যত সম্পর্কে সচেতন থাকুন।

আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
​বৃষ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন না। কর্মক্ষেত্রেও হতাশ হবেন। তবে এই হতাশা দূর করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে এই রাশির জাতকদের। আপনারা সবসময় অন্যের কাছ থেকে কিছু না-কিছু প্রত্যাশা করেন, যা এক্কেবারেই অনুচিত। অর্থাভাব দেখা দিতে পারে। তবে চিন্তা করবেন না, এটি খুব বেশি দিন থাকবে না। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এড়িয়ে যান।

ভাগ্য ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে।

​মিথুন রাশি (২১ মে-২০ জুন):
​মিথুন রাশির জাতকদের জন্য আজকের বিশেষ ভালো নয়। আপনার শত্রু প্রবল হবে। আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারেন তারা। আপনি নিজের লক্ষ্য থেকে দূর হতে থাকবেন। লক্ষ্য থেকে বিচ্যুত হলে আপনার উৎসাহ কমতে পারে। উন্নতির পথে বাধা সৃষ্টি হবে। প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে তৈরি করুন। যাতে কেউ আপনার অসৎ ব্যবহার না-করতে পারে। পরিবারে কারও জন্মদিন পালন হতে পারে, এর ফলে পরিবারের সদস্যরা ব্যস্ত থাকবেন।

ভাগ্য ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
কর্কট রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত শুভ। ব্যবসায় এমন অনেক সুযোগ পাবেন যা আপনাকে উন্নতির পথে এগিয়ে দেবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। সমাজসেবা করা লাভজনক প্রমাণিত হবে। কোনও সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলে সময় ভালো। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ছাত্র-ছাত্রীরা নিজের ভবিষ্যৎ মজবুত করার জন্য একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।

আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
সিংহ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ দেবেন। চাকরি ও ব্যবসায় আধিকারিকদের সঙ্গ পাবেন। এর ফলে নতুন শক্তির সঞ্চার হবে। আপনার মধুর ব্যবহারের কারণে আশপাশের পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্র-ছাত্রীরা বিনোদনে সময় কাটাবেন। সন্তানের প্রতি নিজের দায়িত্ব পূরণ করবেন এই রাশির জাতকরা।

ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি মনে চিন্তা বাড়াবে। কাজের পরিস্থিতি অনুকূল থাকায় আজকের দিনটি আপনাকে অনেক কিছু চিন্তাভাবনা করতে বাধ্য করবে। পরিবারের সম্পত্তির ভাগবাটোয়ারা সংক্রান্ত সিদ্ধান্ত মেনে নিতে হবে, এর ফলে আপনার মনে কষ্ট থাকবে। ভাই-বোনের বিয়ের প্রস্তাব আসতে পারে। সন্ধ্যা নাগাদ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন এই রাশির জাতকরা।

আজ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
তুলা রাশির জাতকদের আজকের দিনে অত্যন্ত পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে। সমস্ত কাজ অন্যের ওপর ছাড়বেন না। কারণ তাঁরা আপনার সুযোগ তুলতে পারেন। সন্ধ্যা নাগাদ পরিজনদের সঙ্গে সময় কাটাবেন, এর ফলে স্বস্তি পাবেন। বাবার স্বাস্থ্য দুর্বল হতে পারে। সম্পত্তির কারণে পরিবারে কোনও বিবাদ উৎপন্ন হতে পারে।

ভাগ্য ৭৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
বৃশ্চিক রাশির জাতকরা ব্যবসার কারণে চিন্তিত থাকবেন। একের পর এক লোকসানের কারণে চিন্তা বাড়তে পারে। আজ আপনাকে নিজের কাজ করার ক্ষেত্রে বিলম্ব হতে পারে। আর্থিক পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। ছাত্ররা নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কঠিন পরিশ্রম করবেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে।

আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
ধনু রাশির জাতকদের আজকের দিনটি আনন্দে ভরে থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ হওয়ায় আনন্দিত হবেন। ভালো সময় কাটাবেন। আপনারা আর্থিক জীবনে সুসংবাদ পাবেন। টাকা কোথাও আটকে থাকলে তা ফিরে পেতে পারেন। প্রেম জীবন মজবুত থাকবে।

ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
মকর রাশির জাতকদের আজকের দিনে জটিলতা বাড়বে। জীবনসঙ্গীর জন্য উপহার কিনবেন। কর্মক্ষেত্রে কাজেরচাপ বাড়বে। পরোপকারের কাজে কিছু অর্থ ব্যয় করতে পারেন। গাড়ি খারাপ হতে পারে, তাই আগেভাগে সতর্ক হন।

ভাগ্য আজ ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
কুম্ভ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। বন্ধুদের সঙ্গে ব্যবসার বিষয়ে আলোচনা করতে পারেন। তাদের পরামর্শ আপনার ব্যবসার জন্য লাভজনক প্রমাণিত হবে। দুর্বল অনুভব করতে পারেন। তাই স্বাস্থ্যের যত্ন নিন। দীর্ঘদিন ধরে কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে আজকের দিনটি তার জন্য ভালো। জীবনসঙ্গীর পরামর্শ কাজে দেবে।

৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

​মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
মীন রাশির জাতকরা আজ নিজের কাজে অত্যন্ত গম্ভীর থাকবেন। দীর্ঘদিন ধরে ব্যবসায় যে সমস্যা চলছে, তা আপনারা দূর করতে পারবেন। নিজের আলস্য ত্যাগ করুন, তখনই সমস্ত কিছু সম্ভব হবে। জীবনসঙ্গীর জন্য এমন কোনও উপহার কিনবেন, যার ফলে তাঁরা আনন্দিত হবেন। ছাত্ররা শিক্ষাক্ষেত্রে হতাশার শিকার হবেন।

আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।